Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২৪

সেইফ হোম

প্রবাসে কর্মরত নারী কর্মীরা বিভিন্ন সময় নিয়োগকর্তা কর্তৃক নানা ধরণের নির্যাতন, হয়রানি অথবা নিরাপত্তা জনিত সমস্যায় পড়েন। এ সকল বিপদগ্রস্থ নারী কর্মীদের নিরাপদ আশ্রয়ের জন্য সংশ্লিষ্ট দেশে সেইফ হোম স্থাপন করা হয়েছে। কল্যাণ বোর্ডের অর্থায়নে প্রতিষ্ঠিত এ সকল সেইফ হোম বাংলাদেশ মিশন সমূহের তত্ত্বাবধানে পরিচালনা করা হয়। সেইফ হোমে আশ্রয় গ্রহণকারী নারী কর্মীদের খাবার, চিকিৎসাসহ অন্যান্য সকল ধরণের সহায়তা করা হয়। 

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি

বিস্তারিত জানতে

সেইফ হাউজ ব্যবস্থাপনা সৌদিআরব (রিয়াদ, জেদ্দা, মদিনা, ওমান, জর্ডান, লিবিয়া ও  লেবানন)

প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারকে বিদেশে সেইফ হাউজ সহায়তার প্রয়োজন হলে জেলা প্রশাসকের কার্যলয়ের প্রবাসী কল্যাণ শাখা/ ডিইএমও এর মাধ্যমে অথবা সরাসরি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করলে সংশ্লিষ্ট দূতাবাস বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয় এবং আবেদনকারীকে অবহিত করা হয়।

পরিবারের সদস্যদের আবেদন।

প্রযোজ্য নয়।

কল করুন প্রবাসবন্ধু কল সেন্টারে:

 

১৬১৩৫ (দেশ থেকে, টোল ফ্রি )

+৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে)