ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন, ২০১৮ ধারা ৮(৫) ‘‘অভিবাসী কর্মীদের সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবন্দরে এবং প্রয়োজনে অন্যান্য বহির্গমন ও প্রত্যাগমন স্থানে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন ও পরিচালনা এর প্রদত্ত ক্ষমতাবলে দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও প্রত্যাগত অভিবাসী কর্মীদের কল্যাণ ও সেবামূলক কার্যাদি সম্পাদনের নিমিত্ত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর তত্ত্বাবধানে প্রবাসী কল্যাণ ডেস্ক পরিচালিত হচ্ছে।
প্রবাসী কল্যাণ ডেস্কের সেবাসমূহ:
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি ও ফোন ও ই-মেইল) |
---|---|---|---|---|---|---|
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১. |
বিদেশগামী ও প্রত্যাগত কর্মীদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনকালে সহায়তা প্রদান। |
বিদেশগামী এবং প্রত্যাগত কর্মীদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনকালে তথ্য সংগ্রহ, ইমিগ্রেশন, কাস্টমস, এয়ারলাইন্স ও বোর্ডিং সংক্রান্ত তথ্য প্রদান ও চাহিদা মোতাবেক আনুষ্ঠানিকতা সম্পাদনে সহায়তা করা হয়। |
বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/বোর্ডের নিবন্ধন (মেম্বারশীপ) সংক্রান্ত প্রমানক ও পাসপোর্টের কপি। |
প্রযোজ্য নয়। |
তাৎক্ষণিক |
শরিফুল ইসলাম উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) প্রবাসী কল্যাণ ডেস্ক, ঢাকা। ফোন: +8802 8901040 মোবাইল: ০১৪০৪ ৪১৩৩৮৮
মোহাম্মদ আলী সহকারী পরিচালক প্রবাসী কল্যাণ ডেস্ক, চট্টগ্রাম। ফোন: 031-2500957 মোবাইল: ০১৭১৫০৪০৩০৯
মোঃ নাজমুস সাকিব সহকারী পরিচালক প্রবাসী কল্যাণ ডেস্ক, সিলেট। মোবাইল:০১৬৭৭৫৫৫৩৯৩ |
২. |
মৃতদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক প্রদান। |
বিদেশ হতে প্রবাসী কর্মীর মৃতদেহ মৃতের পরিবারের নিকট হস্তান্তরের সময় তাৎক্ষণিকভাবে 35,000/- হাজার টাকার চেক প্রদান করা হয়। |
মৃতের পাসপোর্টের কপি, স্থানীয় চেয়ারম্যান/ কমিশনার কর্তৃক প্রদত্ত ওয়ারিশ সনদ/ পরিবার সনদ, স্ত্রী/ পিতা/মাতার এনআইডির কপি, মৃতের মৃত্যু সনদ, এনওসি ও এয়ারওয়েজ বিলের মুলকপি এবং বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/বোর্ডের নিবন্ধন (মেম্বারশীপ) সংক্রান্ত প্রমানক (যদি থাকে)। |
প্রযোজ্য নয়। |
তাৎক্ষণিক |
|
৩. |
বিশেষ ক্ষেত্রে প্রবাস ফেরত অসহায় কর্মীদের বাড়ী গমনের জন্য আর্থিক সহায়তা। |
বিদেশ ফেরত অসহায় কর্মীদের চাহিদার প্রেক্ষিতে পরিস্থিতি বিবেচনায় মানবিক কারণে বাড়ী গমনের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়। |
বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/বোর্ডের নিবন্ধন (মেম্বারশীপ) সংক্রান্ত প্রমানক ও পাসপোর্টের কপি। |
প্রযোজ্য নয়। |
তাৎক্ষণিক |
কর্মকর্তাবৃন্দের তালিকা(প্রবাসী কল্যাণ ডেস্ক)
একনজরে প্রবাসী কল্যাণ ডেস্কের সকল সেবাসমূহ: