Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০২৪

প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তাসমূহ

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন, ২০১৮ ধারা ৮(৫) ‘‘অভিবাসী কর্মীদের সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবন্দরে এবং প্রয়োজনে অন্যান্য বহির্গমন ও প্রত্যাগমন স্থানে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন ও পরিচালনা এর প্রদত্ত ক্ষমতাবলে দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও প্রত্যাগত অভিবাসী কর্মীদের কল্যাণ ও সেবামূলক কার্যাদি সম্পাদনের নিমিত্ত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর তত্ত্বাবধানে প্রবাসী কল্যাণ ডেস্ক পরিচালিত হচ্ছে। 

প্রবাসী কল্যাণ ডেস্কের সেবাসমূহ:

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি ও ফোন ও ই-মেইল)

১.

বিদেশগামী ও প্রত্যাগত কর্মীদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনকালে সহায়তা প্রদান।

বিদেশগামী এবং প্রত্যাগত কর্মীদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনকালে তথ্য সংগ্রহ, ইমিগ্রেশন, কাস্টমস, এয়ারলাইন্স ও বোর্ডিং সংক্রান্ত তথ্য প্রদান ও চাহিদা মোতাবেক আনুষ্ঠানিকতা সম্পাদনে সহায়তা করা হয়।

বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/বোর্ডের নিবন্ধন (মেম্বারশীপ) সংক্রান্ত প্রমানক ও পাসপোর্টের কপি।

প্রযোজ্য নয়।

তাৎক্ষণিক

শরিফুল ইসলাম

উপ-পরিচালক(ভারপ্রাপ্ত)

প্রবাসী কল্যাণ ডেস্ক, ঢাকা।

ফোন: +8802 8901040

মোবাইল: ০১৪০৪ ৪১৩৩৮৮

welfaredesk@gmail.com

 

 

মোহাম্মদ আলী

সহকারী পরিচালক

প্রবাসী কল্যাণ ডেস্ক, চট্টগ্রাম।

ফোন: 031-2500957

মোবাইল: ০১৭১৫০৪০৩০৯ 

pkdctg@gmail.com

 

 

 

মোঃ নাজমুস সাকিব

সহকারী পরিচালক

প্রবাসী কল্যাণ ডেস্ক, সিলেট।

মোবাইল:০১৬৭৭৫৫৫৩৯৩

pkdsylhet@gmail.com

২.

মৃতদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক প্রদান।

বিদেশ হতে প্রবাসী কর্মীর মৃতদেহ মৃতের পরিবারের নিকট হস্তান্তরের সময় তাৎক্ষণিকভাবে 35,000/- হাজার টাকার চেক প্রদান করা হয়।

মৃতের পাসপোর্টের কপি, স্থানীয় চেয়ারম্যান/ কমিশনার কর্তৃক প্রদত্ত ওয়ারিশ সনদ/ পরিবার সনদ, স্ত্রী/ পিতা/মাতার এনআইডির কপি, মৃতের মৃত্যু সনদ, এনওসি ও এয়ারওয়েজ বিলের মুলকপি এবং বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/বোর্ডের নিবন্ধন (মেম্বারশীপ) সংক্রান্ত প্রমানক (যদি থাকে)।

প্রযোজ্য নয়।

তাৎক্ষণিক

৩.

বিশেষ ক্ষেত্রে প্রবাস ফেরত অসহায় কর্মীদের বাড়ী গমনের জন্য আর্থিক সহায়তা।

বিদেশ ফেরত অসহায় কর্মীদের চাহিদার প্রেক্ষিতে পরিস্থিতি বিবেচনায় মানবিক কারণে বাড়ী গমনের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/বোর্ডের নিবন্ধন (মেম্বারশীপ) সংক্রান্ত প্রমানক ও পাসপোর্টের কপি।

প্রযোজ্য নয়।

তাৎক্ষণিক

 

কর্মকর্তাবৃন্দের তালিকা(প্রবাসী কল্যাণ ডেস্ক)

 

একনজরে প্রবাসী কল্যাণ ডেস্কের সকল সেবাসমূহ:

  • বিদেশগামী কর্মীদের প্রয়োজনে বোর্ডিং কার্ড সংগ্রহ ও পূরণসহ অন্যান্য সহযোগিতা প্রদান;
  • প্রবাসগামী বৈধ কর্মীর বহির্গমন ছাড়পত্র যাচাইc~e©K বিদেশ গমনে সহায়তা প্রদান;
  • সৌদি আরবগামী কর্মীদের রি-এন্ট্রি ভিসা যাচাই;
  • কোন প্রবাসীকর্মী অসুস্থ হয়ে দেশে ফেরত আসলে অথবা বিমানবন্দরে এসে অসুস্থ হলে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য নিকটস্থ সরকারি হাসপাতালে প্রেরণপূর্বক চিকিৎসা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ;
  •  বিমানবন্দরে অপেক্ষমাণ কল্যাণ বোর্ডের নিজস্ব অ্যাম্বুলেন্স অসুস্থ কর্মীদের হাসপাতালে স্থানান্তর এবং অতিরিক্ত প্রয়োজনে ভাড়ায় চালিত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা গ্রহণ ;
  • বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের (প্রয়োজনীয় ক্ষেত্রে)  ওয়েজ আর্নার্স সেন্টার- এ সাময়িক অবস্থানের ব্যবস্থাকরণ;
  • প্রত্যাগত/জেল আটক/আউট পাশ নিয়ে আগত প্রবাসী কর্মীকে প্রয়োজনীয় খাদ্য ও পানীয় সরবরাহের ব্যবস্থা গ্রহণ;
  • বিদেশ গমনাগমনকালে কোন কর্মী বিমানবন্দরে মৃত্যুবরণ করলে মৃতদেহ বাড়িতে প্রেরণ ও আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা গ্রহণ;
  • যুদ্ধাবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, নিয়োগকারী প্রতিষ্ঠান বা কোম্পানি লে-অফ, লে-আউট বা প্রতিষ্ঠানের আর্থিক দুরবস্থা বা অন্য কোনো জরুরি পরিস্থিতির কারণে প্রত্যাগত অভিবাসী কর্মীদের ক্ষেত্রবিশেষে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান; 
  •  মৃতদেহ পরিবহণ ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক প্রদান;
  •  আহত ও অসুস্থ কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান;
  •  মৃতদেহ গ্রহণপূর্বক স্বজনদের নিকট হস্তান্তরকরণ;   
  •  প্রবাস ফেরত কর্মীর প্রয়োজনে বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্সে সহযোগিতা প্রদান এবং বিমানবন্দরে লাগেজ/মালামাল হারিয়ে গেলে বিমানবন্দরের Lost and Found বিভাগকে  অবহিত করে লাগেজ প্রাপ্তিতে সহায়তাকরণ;
  •  বিভিন্ন দেশ হতে নির্যাতিত/নিপীড়িত/প্রতারিত ফেরত কর্মীর অভিযোগ গ্রহণ এবং এসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
  •  প্রবাস ফেরত অসুস্থ কর্মীর সাথে আগত সংশ্লিষ্ট দেশের চিকিৎসক/নার্স/অ্যাটেনডেন্টকে ওয়েজ আর্নার্স সেন্টারে (WEC)-এ সাময়িকভাবে অবস্থানের ব্যবস্থা গ্রহণ;
  •  প্রবাসগামী ও প্রবাস ফেরত কর্মীদের নিকট অত্র মন্ত্রণালয় ও তার নিয়ন্ত্রণাধীন সংস্থাসমূহের কল্যাণমূলক সেবা/Kvhv©ejx সম্বলিত লিফলেট বিতরণ; 
  •  যে সকল সেবা প্রদানে আর্থিক সংশ্লেষ আছে, সে সকল সেবাগ্রহীতার নাম, মোবাইল নং ও পাসপোর্ট নম্বর এবং বিএমইটি’র ক্লিয়ারেন্স নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে) একটি রেজিস্ট্রারে সংরক্ষণ করতে হয়।