Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২৪

ইতিহাস ও কার্যাবলি

ইতিহাস:
বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি শুরু হয় ১৯৭৬ সাল থেকে। সময়ের সাথে তা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে বিশ্বের ১৭৬ টি দেশে ১ কোটি অধিক প্রবাসী বাংলাদেশি কর্মী জীবিকার প্রয়োজনে কর্মরত আছে। এসব বাংলাদেশিরা কর্মক্ষেত্রে মেধা, যোগ্যতা ও দক্ষতার ছাপ রেখে চলেছেন। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিটেন্স (বৈদেশিক মুদ্রা) দেশের উন্নয়ন তথা অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। প্রবাসী কর্মীদের অবদানের বিষয়টি বিবেচনা করে তাদের এবং দেশে বিদেশে কর্মীদের পরিবার পরিজনকে সাহায্য সহযোগিতা কিংবা উদ্ভূত সমস্যার সমাধান কল্পে তথা সার্বিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সরকার Emigration Ordinance-1982  এর ১৯(১) ধারার ক্ষমতাবলে ১৯৯০ সালে  “ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল” গঠন করে। “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন,২০১৮” এর মাধ্যমে “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড” একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

 

উচ্চ পর্যায়ের আন্ত মন্ত্রণালয়  প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিচালনা বোর্ডের মাধ্যমে এই বোর্ড পরিচালিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদাধিকার বলে বোর্ডের চেয়ারম্যান। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি),বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়,বাংলাদেশ ওভারসীস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড(বোয়েসেল),(সুরক্ষা ও সেবা বিভাগ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়,আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,আর্থিক বিভাগ , অর্থ মন্ত্রণালয়,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়,বাংলাদেশ ব্যাংক,পররাষ্ট্র মন্ত্রণালয় , বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা)এবং০১ জন নারীসহ ০৩ জন অভিবাসী কর্মী-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এ বোর্ড গঠিত হয়েছে।

কার্যাবলি:


বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক কর্তৃক সহায়তা:

  • বিদেশগামী ও প্রত্যাগত কর্মীদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনকালে সহায়তা;
  • মৃতদেহ পরিবহণ ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক প্রদান;
  • বিমানবন্দর সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পাদনে সহযোগিতা;

শিক্ষা কার্যক্রম:

  • প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান;
  • প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভতির্তে সহায়তা ও কোটা সংরক্ষণ;
  • প্রবাসে বাংলাদেশ কমিউনিটি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন;

বীমা কার্যক্রম:

  • বিদেশগামী সকল কর্মীকে বীমা সুবিধা প্রাপ্তিতে সহায়তা;

প্রতিবন্ধী ভাতা:

  • প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের মাসিক ভাতা প্রদান;

বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার (BWEC):

  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দেরর সন্নিকটে প্রবাসী কর্মীদের গমন ও প্রত্যাগমনকালে অবস্থানের জন্য “বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার” পরিচালনা;

আহত ও অসুস্থ কর্মীদের সহায়তা:

  • আহত ও অসুস্থ কর্মীকে দেশে আনয়নে সহায়তা;
  • প্রবাসে আহত ও অসুস্থ কর্মীদের দেশে েফরত আনয়ন ও হাসপাতালে ভতির্তে ব্যবস্থা;
  • প্রবাস ফেরত আহত ও অসুস্থ কর্মীর চিকিৎসার্থে ১.৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান; 

প্রবােস মৃত কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা:

  • বিদেশ গমনকারী মৃত কর্মীর পরিবারকে ০৩ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান;
  • প্রবাসে মৃত কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও বকেয়া অন্যান্য অর্থ আদায়পূর্বক ওয়ারিশদের নিকট বিতরণ;

মৃতদেহ দেশে আনয়ন:

  • প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর মৃতদেহ দেশে আনয়ন/স্থানীয় দাফনে সহায়তা প্রদান;

অ্যাম্বুলেন্স সেবা:

  • বিদেশ ফেরত অসুস্থ ও মৃত কর্মী পরিবহনে বিমানবন্দর হতে অ্যাম্বুলেন্স সেবা প্রদান;

বিদেশে সেইফ হোম পরিচালনা:

  • প্রবাসে সমস্যাগ্রস্ত/বিপদগ্রস্ত নারী কর্মীদের সেইফ হোমে আশ্রয় প্রদান এবং প্রয়োজনে দেশে ফেরত আনয়নে সহায়তা প্রদান;

লিগ্যাল সেল ও হেল্প ডেস্ক:

  • প্রবাসে মৃত কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ/বকেয়া বেতন ও ইন্স্যুরেন্স আদায়ের লক্ষ্যে General Power of Attorney, Legal Heirship, Guardianship Certificate-সহ আর্থিক অনুদান প্রদানের অঙ্গীকারনামা, দায়মুক্তি সনদ প্রস্তুতে সহায়তা করার জন্য বোর্ডের আইন উপদেষ্টা ও একজন নোটারি পাবলিক (আইনজীবী)’র সময়ে ০৬ (ছয়) সদস্যবিশিষ্ট একটি ‘লিগ্যাল সেল’ গঠন করা হয়।
  • আগত সেবা প্রত্যাশীদের হেল্প ডেস্কের মাধ্যমে তাৎক্ষণিক সেবা প্রদান;

দেশে ও বিদেশে আইনি সহায়তা:

  • প্রবােস ও দেশে কর্মীদের আইনি সহায়তাসহ বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা প্রদান;
  • প্রবাসী কর্মীর সম্পদ রক্ষা এবং নানাবিধ অসুবিধা দূরীকরণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান;
  • বিদেশে বসবাসরত অনাবাসী ও অনিবন্ধিত বাংলাদেশি কর্মীদের বোর্ডের সদস্য পদ প্রদান;

রিইন্টিগ্রেশন কর্মসূচি:

  • বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংককে ২০০ েকাটি টাকা প্রদান;
  • বিদেশ প্রত্যাগত নারী কর্মীদের রিইন্টিগ্রেশন কর্মসূচিতে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান;
  • বিদেশ ফেরত ০২ লক্ষ কর্মীর রিইন্টিগ্রেশন কার্যক্রম গ্রহণ;

প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনে সহায়তা:

  • প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনে পরিশোধিত মূলধনের ৯৫% অর্থ কল্যাণ েবাডর্ হতে প্রদান;

কোভিড-১৯ কালীন প্রদত্ত সেবাসমূহ:

  • বিদেশ প্রত্যাগত কর্মীদের  বিমানবন্দরস্থ প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে জনপ্রতি ০৫ হাজার টাকা প্রদান করা হয়েছে;
  • সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টিন খরচ বাবদ জনপ্রতি ২৫ হাজার টাকা প্রদান;
  • প্রবাসে দুর্দশাগ্রস্ত কর্মীদের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে;
  • সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের RT-PCR টেস্ট খরচ প্রদান করা হয়েছে;

ঘরে বসেই সেবা গ্রহণ:

  • প্রবাসবন্ধু কল সেন্টারের (১৬১৩৫ [েটাল ফ্রি], +৮৮০৯৬১০১০২০৩০ [বিদেশ থেকে] মাধ্যমে ২৪ ঘণ্টা সেবা প্রদান;

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon