প্রবাসে কর্মরত নারী কর্মীরা বিভিন্ন সময় নিয়োগকর্তা কর্তৃক নানা ধরণের নির্যাতন, হয়রানি অথবা নিরাপত্তা জনিত সমস্যায় পড়েন। এ সকল বিপদগ্রস্থ নারী কর্মীদের নিরাপদ আশ্রয়ের জন্য সংশ্লিষ্ট দেশে সেইফ হোম স্থাপন করা হয়েছে। কল্যাণ বোর্ডের অর্থায়নে প্রতিষ্ঠিত এ সকল সেইফ হোম বাংলাদেশ মিশন সমূহের তত্ত্বাবধানে পরিচালনা করা হয়। সেইফ হোমে আশ্রয় গ্রহণকারী নারী কর্মীদের খাবার, চিকিৎসাসহ অন্যান্য সকল ধরণের সহায়তা করা হয়।
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
বিস্তারিত জানতে |
---|---|---|---|---|
সেইফ হাউজ ব্যবস্থাপনা সৌদিআরব (রিয়াদ, জেদ্দা, মদিনা, ওমান, জর্ডান, লিবিয়া ও লেবানন) |
প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারকে বিদেশে সেইফ হাউজ সহায়তার প্রয়োজন হলে জেলা প্রশাসকের কার্যলয়ের প্রবাসী কল্যাণ শাখা/ ডিইএমও এর মাধ্যমে অথবা সরাসরি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করলে সংশ্লিষ্ট দূতাবাস বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয় এবং আবেদনকারীকে অবহিত করা হয়। |
পরিবারের সদস্যদের আবেদন। |
প্রযোজ্য নয়। |
কল করুন প্রবাসবন্ধু কল সেন্টারে:
১৬১৩৫ (দেশ থেকে, টোল ফ্রি ) +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) |