কোথাও গেলে নিয়োগকারীর অনুমতিসাপেক্ষে গমন করবেন।
কর্মরত অবস্থায় সংশ্লিষ্ট দেশের কর্মস্থলের রীতিনীতি মেনে ও শৃঙ্খলা মেনে চলবেন।
আপনার অর্জিত অর্থ বৈধভাবে ব্যাংকের মাধ্যমে দেশে প্রেরণ করবেন। অবৈধভাবে বা হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ করবেন না।
সংশ্লিষ্ট দেশের আইন-কানুন ও রীতি অনুযায়ী সে দেশের পুরুষ ও মহিলাদের সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করবেন,
কোন কারণে প্রয়োজন হলে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আইনের সহায়তা গ্রহণ করবেন। আইন নিজের হাতে তুলে নেবেন না।
বিদেশে গমন বা বিদেশ থেকে আগমনকালে আপনার হাতব্যাগ ও মালামাল নিজের হেফাজতে রাখবেন। অপরিচিত ব্যক্তির মালামাল বহন করবেন না।
ব্যাংক থেকে বৈধভাবে মুদ্রা বিনিময় করুন। অবৈধভাবে মুদ্রা বিনিময়ের ঝুঁকি নেবেন না। হুন্ডিতে অর্থ প্রেরণএকটি ঝুকিপূর্ণ ও অবৈধ মাধ্যম। হুন্ডির টাকা খোয়া গেলে তা ফেরত পাওয়া অসম্ভব ও আইনগত সহযোগিতা পাওয়া সম্ভব নয়।এতে প্রেরিত টাকা বাজেয়াপ্ত হবে এবং জেল জরিমানা হবে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিদেশে অবৈধভাবে অবস্থান করবেন না।
সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমতি ব্যতীত স্থানীয়দের সাথে বৈবাহিক সম্পর্ক করবেন না।
সংশ্লিষ্ট দেশের মহিলা/পুরুষদের সাথে অবাধ মেলামেশা করা থেকে বিরত থাকবেন।
অপরিচিত ব্যক্তির কাছ থেকে পানাহার বা আপ্যায়ন গ্রহণ করবেন না।
অসতর্কভাবে রা¯তা পারাপার করবেন না এবং ট্রাফিক আইন জেনে নিবেন।
বিদেশে অবস্থানকালে পরিচয়পত্র ব্যতীত বা নিয়োগকারীর অনুমতি ব্যতীত যত্রতত্র ঘোরাফেরা করবেন না।