Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২৪

মৃত্যুজনিত ক্ষতিপূরণ

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি

বিস্তারিত জানতে

প্রবাসে মৃত কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ/সার্ভিস বেনিটিফিট ও বকেয়া পাওনাদিসহ অন্যান্য অর্থ আদায়ে সহায়তা প্রদান।

দূতাবাস/হাইকমিশন হতে মৃত কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনার বিষয়টি অবহিত হওয়ার পর সংশ্লিষ্ট দেশে মামলা পরিচালনার জন্য পাওয়ার অব এ্যাটর্নীসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের জন্য মৃতের পরিবার বরাবর পত্র প্রেরণ করা হয়। মৃতের পরিবার কর্তৃক চাহিত কাগজপত্রাদি প্রস্তুত করে অত্র দপ্তরে দাখিলের পর দূতাবাস/ হাইকমিশনে প্রেরণ করা হয়। পরবর্তীতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা পরিচালনা ও অর্থ আদায়ের বিষয়ে দূতাবাসের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হয়।

 

উল্লেখ্য যে, মৃতের পরিবার প্রয়োজনে পাওয়ার অব এ্যাটর্নীসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রস্তুতের জন্য বোর্ডের লিগ্যাল সেল হতে সহায়তা নিতে পারে।

(1) মৃতের পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি।

 

(2) মৃতের পরিবারের সদস্যদের পক্ষ থেকে প্রদত্ত General Power of Attorney।

 

(3) 300/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে Legal Heirship certificate.

 

(4) 300/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে Guardianship Certificate,

 

(5) মৃতের যদি নাবালক সন্তান থাকে সেক্ষেত্রে Guardianship Certificateসহ উক্ত কাগজপত্রদি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকাস্থ সংশ্লিষ্ট দূতাবাস কর্তৃক সত্যায়ন করতে হবে।

প্রযোজ্য নয়।

কল করুন প্রবাসবন্ধু কল সেন্টারে:

 

১৬১৩৫ (দেশ থেকে, টোল ফ্রি )

+৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে)

 

 

ক) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর সভার মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলরের নিকট হতে দাপ্তরিক প্যাডে মৃতের পরিবারের সদস্য সনদপত্র (নমুনা মোতাবেক) সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/সিটি কর্পোরেশন এলাকার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। 
খ) ৪০০/-(চারশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে দায়মুক্তি সনদ, অঙ্গীকারনামা ও ক্ষমতা অর্পণ পত্র (নমুনা মোতাবেক)। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর সভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী অফিসার/সিটি কর্পোরেশন এলাকার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে ।
গ) মৃতের পাসপোর্টের ফটোকপি / বাংলাদেশ দূতাবাসের প্রত্যায়ন পত্র / মৃত্যু সনদ (ডেথ সার্টিফিকেট) এর সত্যায়িত ফটোকপি(যদি থাকে)।
ঘ) অর্থ গ্রহণকারীর ব্যাংক হিসাব নম্বরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের  প্রত্যয়ন পত্র/ ব্যাংক  স্টেটমেন্টের মূল কপি। নাবালক সন্তান থাকলে নাবালক সন্তানের নামে খোলা ব্যাংক হিসাব নম্বর ও প্রত্যয়ন পত্র (ব্যাংক স্টেটমেন্টসহ) ।
ঙ) পরিবারের প্রত্যেক সদস্যের চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক সত্যায়িত ১ (এক) কপি ও সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক সত্যায়িত ১(এক) কপি সত্যায়িত রঙ্গিন ছবি।

   

 

 

মৃত্যুজনিত ক্ষতিপূরণ/নিয়মিত বকেয়া/বীমা/সার্ভিস বেনিফিট নীতিমালা>>