Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২৪

প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তাসমূহ

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি ও ফোন ও ই-মেইল)

১.

বিদেশগামী ও প্রত্যাগত কর্মীদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনকালে সহায়তা প্রদান।

বিদেশগামী এবং প্রত্যাগত কর্মীদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনকালে তথ্য সংগ্রহ, ইমিগ্রেশন, কাস্টমস, এয়ারলাইন্স ও বোর্ডিং সংক্রান্ত তথ্য প্রদান ও চাহিদা মোতাবেক আনুষ্ঠানিকতা সম্পাদনে সহায়তা করা হয়।

বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/বোর্ডের নিবন্ধন (মেম্বারশীপ) সংক্রান্ত প্রমানক ও পাসপোর্টের কপি।

প্রযোজ্য নয়।

তাৎক্ষণিক

দেবব্রত ঘোষ

সহকারী পরিচালক

প্রবাসী কল্যাণ ডেস্ক, ঢাকা।

ফোন: +8802 8901040

মোবাইল: ০১৪০৪ ৪১৩৩৮৮

welfaredesk@gmail.com

 

 

মোহাম্মদ আলী

সহকারী পরিচালক

প্রবাসী কল্যাণ ডেস্ক, চট্টগ্রাম।

ফোন: 031-2500957

মোবাইল: 01715040309

pkdctg@gmail.com

 

 

মোঃ মোখলেছুর রহমান

সহকারী পরিচালক

প্রবাসী কল্যাণ ডেস্ক, সিলেট।

মোবাইল: 01716186362

pkdsylhet@gmail.com

২.

মৃতদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক প্রদান।

বিদেশ হতে প্রবাসী কর্মীর মৃতদেহ মৃতের পরিবারের নিকট হস্তান্তরের সময় তাৎক্ষণিকভাবে 35,000/- হাজার টাকার চেক প্রদান করা হয়।

মৃতের পাসপোর্টের কপি, স্থানীয় চেয়ারম্যান/ কমিশনার কর্তৃক প্রদত্ত ওয়ারিশ সনদ/ পরিবার সনদ, স্ত্রী/ পিতা/মাতার এনআইডির কপি, মৃতের মৃত্যু সনদ, এনওসি ও এয়ারওয়েজ বিলের মুলকপি এবং বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/বোর্ডের নিবন্ধন (মেম্বারশীপ) সংক্রান্ত প্রমানক (যদি থাকে)।

প্রযোজ্য নয়।

তাৎক্ষণিক

৩.

বিশেষ ক্ষেত্রে প্রবাস ফেরত অসহায় কর্মীদের বাড়ী গমনের জন্য আর্থিক সহায়তা।

বিদেশ ফেরত অসহায় কর্মীদের চাহিদার প্রেক্ষিতে পরিস্থিতি বিবেচনায় মানবিক কারণে বাড়ী গমনের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/বোর্ডের নিবন্ধন (মেম্বারশীপ) সংক্রান্ত প্রমানক ও পাসপোর্টের কপি।

প্রযোজ্য নয়।

তাৎক্ষণিক