Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২৪

আর্থিক অনুদান

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি

বিস্তারিত জানতে

প্রবাসে মৃত প্রবাসী কর্মীর পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান।

প্রবাসী কর্মীর লাশ দেশের আসার পর প্রবাসী কল্যাণ ডেস্কে হতে বোর্ডের ইআরপি সফটওয়্যারে অথবা সরাসরি আবেদনের ক্ষেত্রে ডেসপাস হতে এন্ট্রির পর প্রয়োজনীয় কাগজপত্রাদি চেয়ে মৃতের পরিবার বরাবর পত্র ইস্যু করা হয়। উক্ত চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রাপ্তির পর প্রবাসে মৃত কর্মীর পরিবারের ব্যাংক হিসাব নম্বরে বিইএফটিএন এর মাধ্যমে সরাসরি 0৩ (তিন) লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় এবং মৃতের পরিবারকে আর্থিক অনুদান প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য মোবাইলে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হয়।

(১) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের কাউন্সিলর এর নিকট হতে দাপ্তরিক প্যাডে মৃতের পরিবারের সদস্য সনদ পত্র (নমুনা অনুযায়ী), উক্ত সনদ উপজেলা নির্বাহী অফিসার/সিটি কর্পোরেশন এলাকার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে।

 

(2) 400/- টাতার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে দায়মুক্তি সনদ, অংগীকার নামা ও ক্ষমতা অর্পন পত্র (নমুনা অনুযায়ী)

 

(3) অর্থ গ্রহণকারী মৃতের ওয়ারিশের ব্যাংক হিসাব নম্বরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়নপত্র যা ব্যাংক স্টেটমেন্ট।

প্রযোজ্য নয়।

কল করুন প্রবাসবন্ধু কল সেন্টারে:

 

১৬১৩৫ (দেশ থেকে, টোল ফ্রি )

+৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে)

 

বছর ভিত্তিক তথ্য

 

প্রয়োজনীয় কাগজপত্র

 

ক) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর সভার মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলরের নিকট হতে দাপ্তরিক প্যাডে মৃতের পরিবারের সদস্য সনদপত্র (নমুনা মোতাবেক) সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/সিটি কর্পোরেশন এলাকার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। 

খ) ৪০০/-(চারশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে দায়মুক্তি সনদ, অঙ্গীকারনামা ও ক্ষমতা অর্পণ পত্র (নমুনা মোতাবেক)। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর সভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী অফিসার/সিটি কর্পোরেশন এলাকার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে ।

গ) মৃতের পাসপোর্টের ফটোকপি / বাংলাদেশ দূতাবাসের প্রত্যায়ন পত্র / মৃত্যু সনদ (ডেথ সার্টিফিকেট) এর সত্যায়িত ফটোকপি(যদি থাকে)।

ঘ) অর্থ গ্রহণকারীর ব্যাংক হিসাব নম্বরের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের  প্রত্যয়ন পত্র/ ব্যাংক  স্টেটমেন্টের মূল কপি। নাবালক সন্তান থাকলে নাবালক সন্তানের নামে খোলা ব্যাংক হিসাব নম্বর ও প্রত্যয়ন পত্র (ব্যাংক স্টেটমেন্টসহ) ।

ঙ) পরিবারের প্রত্যেক সদস্যের চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক সত্যায়িত ১ (এক) কপি ও সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক সত্যায়িত ১(এক) কপি সত্যায়িত রঙ্গিন ছবি।

 

ক) পরিবারের সদস্য সনদপত্র (নমুনা)

খ) দায়মুক্তি সনদ, অঙ্গঅকারনামা ও ক্ষমতা অর্পণ পত্র (নমুনা)

 

Flow Chart: মৃত কর্মীর লাশ দাফন ও পরিবহন বাবদ ৩৫,০০০ টাকা এবং আর্থিক সাহায্য হিসাবে ৩ লক্ষ টাকা পরিবারকে প্রদানে

 

আর্থিক অনুদান নীতিমালা>>