দেশের ০৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এর মাধ্যমে বিদেশ হতে আগত মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর এবং তাৎক্ষণিকভাবে মৃতদেহ পরিবহন ও দাফনের খরচ বহনের জন্য ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
বিস্তারিত জানতে |
---|---|---|---|---|
মৃতদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকার চেক প্রদান। |
বিদেশ হতে প্রবাসী কর্মীর মৃতদেহ মৃতের পরিবারের নিকট হস্তান্তরের সময় তাৎক্ষণিকভাবে ৩৫,০০/- হাজার টাকার চেক প্রদান করা হয়। |
মৃতের পাসপোর্টের কপি, স্থানীয় চেয়ারম্যান/ কমিশনার কর্তৃক প্রদত্ত ওয়ারিশ সনদ/ পরিবার সনদ, স্ত্রী/ পিতা/মাতার এনআইডির কপি, মৃতের মৃত্যু সনদ, এনওসি ও এয়ারওয়েজ বিলের মুলকপি এবং বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র/বোর্ডের নিবন্ধন (মেম্বারশীপ) সংক্রান্ত প্রমানক (যদি থাকে)। |
প্রযোজ্য নয়। |
কল করুন প্রবাসবন্ধু কল সেন্টারে:
১৬১৩৫ (দেশ থেকে, টোল ফ্রি ) +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) |
প্রয়োজনীয় কাগজপত্র
ক) জাতীয় পরিচয়পত্র
খ) পরিবারের সদস্য সনদপত্র (নমুনা)
গ) লাশ পরিবহন ও দাফন খরচের অর্থ গ্রহণের জন্য ক্ষমতা অর্পণপত্র (নমুনা)