‘কোভিড-১৯’ কালীন বিদেশ প্রত্যাগত নারী অভিবাসী কর্মীদের পুনর্বাসন কর্মসূচি।
বিশ্বব্যাংকের অর্থায়নে বিদেশ ফেরত কর্মীদের পুনঃএকত্রীকরণ/পুনর্বাসনের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ফেরত আসা ০২ লক্ষ কর্মীকে সহায়তা করা হবে।
‘কোভিড-১৯’ এ মৃত সকল প্রবাসী কর্মীর পরিবারকে ০৩(তিন) লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত।
করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত কর্মীদের জন্য সহজ শর্তে বিশেষ পুনর্বাসন ঋণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকে ২০০ কোটি টাকার প্রদান করা হয়েছে।
বিদেশ গমনেচ্ছু, কর্মরত ও প্রত্যাগত কর্মীগণের সেবায় Quick Response Team গঠন
বিদেশস্থ ৩০ টি বাংলাদেশ মিশনসমূহের মাধ্যমে দুর্দশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য ০৯ কোটি ৮৪ লক্ষ ২৫ হাজার টাকা মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
সাধারণ ছুটিকালীন সময়ে বিদেশ ফেরত কর্মীদের বিমানবন্দর হতে বাড়ীতে গমন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ ৫৯৭৪ জনকে ২.৯৭ কোটি টাকা প্রদান করা হয়েছে।
বিভিন্ন দেশে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী কর্মী নন এমন বাংলাদেশি কর্মীর প্রত্যেক পরিবারকে ০৩ (তিন) লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।
লেবানন হতে ৯৫ জন কর্মীকে দেশে ফেরত আনয়নে ২৪,১৮.,২২৫/- টাকা এবং জেদ্দা হতে ১৫ জন কর্মী আনয়নে ১০,৩২,৮৫৬/- টাকা ভাড়া বাবদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রদান করা হয়েছে।
ভিয়েতনামে আটকে পড়া ১০৫ জন কর্মীকে দেশে আনয়নে ভাড়া বাবদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ৩৫,৮২,৬৬০/- টাকা এবং থাকা-খাওয়া বাবদ ০৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
মালদ্বীপে অসহায় বাংলাদেশি কর্মীদের মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সহায়তা হিসেবে ৯ মেট্রিক টন খাদ্য সামগ্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ৪,২২,৮৭৩/- টাকা প্রদান করা হয়েছে।
সৌদিআরব (রিয়াদ) হতে ১৯২ জন কর্মীকে দেশে আনয়নে ৩৫,৮২,৬০৬/- টাকা ব্যয় হয়েছে।