প্রবাসী কর্মীদের সহজ শর্তে ঋণ প্রদানের লক্ষ্যে সরকার ২০১০ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন করেছে। মালিকানা হিসেবে ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৫% অর্থাৎ ৪৭৫ কোটি টাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে দেয়া হয়েছে।
এ ব্যাংকের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীকে ঋণ সুবিধা প্রদান করা হয়েছে।