Welcome to National Portal
  • 2024-08-14-04-58-7b914f6e19c22ef70f77e292f5c8b4c3
  • 2024-01-24-07-29-a6b41888f0f6c6e953100bcdfc4ac921
  • 2024-08-14-04-47-a17e51dd06daf7668294b89677bc8f39
  • 2024-01-24-07-46-e3ad889bffe65fc6b0e7ee8dd3d2fd13
  • 2024-08-14-04-49-ac9f2c59b795077d7086c53ddb6a6040
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে স্বাগতম

বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে বৈদেশিক কর্মসংস্থান শুরু হয় ১৯৭৬ সাল থেকে। সময়ের সাথে তা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে বিশ্বের ১৭৬ টি দেশে ১ কোটি অধিক প্রবাসী বাংলাদেশি কর্মী জীবিকার প্রয়োজনে কর্মরত আছে। এসব বাংলাদেশিরা কর্মক্ষেত্রে মেধা, যোগ্যতা ও দক্ষতার ছাপ রেখে চলেছেন। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিটেন্স (বৈদেশিক মুদ্রা) দেশের উন্নয়ন তথা অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। প্রবাসী কর্মীদের অবদানের বিষয়টি বিবেচনা করে তাদের এবং দেশে বিদেশে কর্মীদের পরিবার পরিজনকে সাহায্য সহযোগিতা কিংবা উদ্ভূত সমস্যার সমাধান কল্পে তথা সার্বিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সরকার Emigration Ordinance-1982  এর ১৯(১) ধারার ক্ষমতাবলে ১৯৯০ সালে  “ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল” গঠন করে। “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আইন,২০১৮” এর মাধ্যমে “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড” একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।